Posts

Showing posts from November, 2016
Image
কিভাবে আপনি বুঝবেন একটা কোম্পানির সাপ্লাই চেইন ভালো ? ৮ টা বিষয় এর উপর কোম্পানির সাপ্লাই চেইন নির্ভর করে। -On time in full,outbound Outbound মানে হচ্ছে সহজ ভাষায় কাঁচামাল যখন সাপ্লাইয়ার এর কাছ থেকে Manufacturer এর কাছে আসে। যখন এই প্রক্রিয়াটা যথাযথ ভাবে সম্পন্ন তারপর চলে যায় পরের ধাপে -On time in full,inbound Inbound মানে হচ্ছে পণ্য তৈরি থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত প্রক্রিয়াটা। এর মাঝে পরিবহন এর গুরুত্ব অনেক। -Internal defect rates অর্থাৎ পণ্য ক্ষয়ক্ষতির পরিমান যত কমানো যায় এটা প্যাকিং হোক অথবা পণ্য তৈরির সময় হোক। New product introduction rate নতুন পণ্য ক্রেতাদের কাছে পরিচয় করিয়ে দেয়া। -Cost reduction কিভাবে পণ্য প্রস্তুত এবং সরবরাহ আরও উন্নত এবং খরচ কমানো যায় -Stock turns এর অর্থ হল আপনার Operation Process কতটুকু efficient. এটা তথ্য আপনার স্টক কি পরিমান বিক্রি হয়েছে। Order delivery lead time আবার সেই ৭ টা R সঠিক সময়ে পণ্য ক্রেতার কাছে পৌঁছানো। Financial flexibility অর্থের সরবরাহ ঠিক মত এবং কম ট্যাক্স এর জায়গায় Operation সম্পন্ন করা একটা কোম্পানির
Image
Integrated supply chain বইয়ের ভাষায় Integrated supply chain হচ্ছে  A network of suppliers,factories,warehouse,distribution center,and retailers through which raw materials are acquired transformed and delivered to the customer. অথবা আরেকটি সঙ্গা হচ্ছে SCM is the art and science of integrating the flows of products,information and financial through the entire supply pipeline from the suppliers supplier to the customers customer. SCM এ দুই ধরনের প্রবাহ থাকে  ১। Forward  ২। Reverse Forward Supply Chain কে আবার Traditional Supply Chain বলা হয়। Traditional (also known as open loop or  forward )  supply chain  is a "system whose constituent parts include material suppliers, production facilities, distribution services and customers linked together by the feed  forward  flow of materials and feedback flow of information" Reverse Supply Chain  Reverse  supply chain is the process of planning, implementing and controlling the efficient and effective
Image
আজকে আমাদের আলোচনার বিষয় "Terms of shipment"   আমরা আজকে Shipment এর কিছু প্রচলিত রীতি নিয়ে কথা বলবো। Free on Board (FOB)  এই রীতিতে যে পণ্য বিক্রি করবে অর্থাৎ Exporter  সে পণ্য পাঠানোর সকল খরচ যেমন পণ্য পরিবহন, পণ্য নিরাপত্তা পণ্য পণ্য জেনো ঠিক সময়ে সঠিক ভাবে পৌছায় সব কিছুর খরচ বহন করেন Exporter. তবে এই রীতিতে শুধু মাত্র Freight forwarding এবং Outbound traffic  এর খরচ যে পণ্য ক্রয় করছে Importer সে দিবে।   Carriage and freight  এর নাম এখন আমেরিকা তে হচ্ছে Cost and freight (C & F). এই রীতিতে ইন্সুরান্স এর খরচ দেয় ক্রেতা আর বাকি সব খরচ বহন করে বিক্রেতা।   এই রীতিতে অনেক বড় বড় কোম্পানি চলে যেমন DHL,FedEx,UPS.একে বলা হয় "GSR".অর্থাৎ Guaranteed Service Refunds. পণ্য যদি সঠিক সময়ে সঠিক ভাবে না পৌছায় টাকা ফেরত। Carriage, Insurance  and freight     এই রীতিতে সব খরচ বিক্রেতার। Exporter will bear the cost of insurance and freight.  সবশেষে সবচেয়ে ভালো রীতি হচ্ছে বিক্রেতারা একজন Shipper পছন্দ  করে সবচেয়ে কম দামে সঠিক ভাবে মালামাল পৌঁছে দেবার জন্য। যা নি
Image
আমরা সবাই "AMAZON.COM" থেকে পণ্য কিনি অনেক নাম শুনি কিন্তু জানিনা কেন এটা বিখ্যাত। Amazon.com পৃথিবীতে সেরা তাদের Best Supply Chain Management এর কারনে। তাদের কাছে সবার আগে ক্রেতার সন্তুষ্টি।  Amazon.com এর কিছু রহস্য:   ১.Amazon warehouse এর পরিমাপ হলো  one million square feet অর্থাৎ ২৩ একর.  এটা অবস্থিত Baltimore,Maryland,USA.এখানে কাজ করছে ৪০,০০০ শ্রমিক। সবচেয়ে মজার কথা হলো তারা  হাট তে অনেক বেশি পছন্দ  করে তাই তারা মেশিন নির্ভর কম. ২যখন একটা পণ্য Amazon এর Warehouse এ আসে তা ১২ ঘন্টার মধ্যে স্ক্যান এবং নির্ধারিত স্থানে রাখা হয়. ৩.তাদের Warehouse এ পণ্যগুলো অনেকটা ক্রম অনুসারে সাজানো থাকে। যে পণ্যের চাহিদা বেশি তা কাছাকাছি রাখা হয়. পণ্য। তাদের পণ্য রাখার জন্য ৫০ টি নির্ধারিত স্থান রয়েছে। ৪.তাদের সবকিছু  শুধু মাত্র কম্পিউটার এর সিস্টেম এর  উপর নির্ভরশীল নয়। তারা বেশি নির্ভর হচ্ছে  Hybrid data gathering methodology that utilizes humans armed with bar-code data collection software. ৫. তারা একটা এলগরিদম এর মাধ্যমে ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর সবচেয়ে সহজ
Image
Supply Chain Management এর ইতিহাস ১৯৬০ সাল এর দিকে কোনও পণ্য সরবরাহ এর জন্য প্রয়োগ করা হতো "Physical Distribution"।এই পদ্ধতিতে কাঁচামাল সংগ্রহ করে নেয়া হতো স্টোরেজে তারপর স্টোরেজে থেকে চলে যেতো প্ল্যান্ট এ তারপর Warehouse এ সবশেষে ক্রেতার কাছে। Raw Materials---Storage---Plant---Warehouse--Markets এটা ছিলো ১৯৬০ সালের পদ্ধতি। ১৯৮০ সালে এর নামকরন হয় Business Logistics/Integrated Logistics । এই পদ্ধতিতে কয়েকটা নতুন দিক যোগ হয় -Coordination between the outbound and inbound sides of logistics -analyzing both trade-offs for total costs -the value of demand aspects of customer service effectiveness. ১৯৯০ সালের দিকে এর নাম হয় Supply Chain Management তখন এর প্রক্রিয়া পরিবরতন হয় কিছুটা Supply Chain Management এ Reverse Flow যোগ করা হয় মানে হলও তিন ধরনের Flow -Product/Service Flow -Information Flow -Finance/Cash Flow Suppliers---Contracted Manufacturers-- Manufacturers--- Wholesalers---Retailers/Customers
Image
 লজিসটীকস (Logistics)  কি? লজিসটীকস  শব্দের অর্থ সরবরাহ।এটা সাপ্লাই চেইন না এটা এর একটা অংশ যেমন Warehousing,Inventory,Material handling ইত্যাদি। যেকোনো পণ্য তৈরি থেকে শুরু করে তার শেষ পর্যন্ত সরবরাহ এর প্রয়োজনীয়তা অপরিহার্য। একটা ফ্যাক্টরি যখন পণ্য তৈরির জন্য কাঁচামাল সংগ্রহ করে ঠিক সেখান থেকে শুরু করে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেয়া পর্যন্ত সরবরাহ এর কাজ রয়েছে। একটা পণ্য কি ধরনের পরিবহনে যাবে,তা কতটুকু নিরাপদ,কতখানি বহন করতে পারবে,কত দ্রুত পৌছাতে পারবে,কত কম খরচে পণ্য সরবরাহ করা যাবে এই সবকিছু পরিবহন বাবস্থাপনা অর্থাৎ Logistics Management এর আয়ত্তে পরে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা পণ্য এর তৈরি থেকে পৌঁছানো পর্যন্ত একটি কোম্পানির সবচেয়ে বেশি খরচ হয় সরবরাহ বাবস্থাপনাতে  । বইয়ের ভাষায় সরবরাহ Logistics is the function responsible for the flow of materials from supplier into an organization,through operation within the organization,an then out to customers. বইয়ের ভাষায় সাপ্লাই চেইন A supply chain consists of the series of the activities and organizations that materials move th
Image
সাপ্পলাই চেইন কি? আপনার বাসার সামনে দোকানে একটি চিপস। চিপসটি দোকানে কিভাবে আসলো আসার আগে সে কয়টা হাত বদল হয়ে এখানে এসেছে। আচ্ছা নিচের প্রক্রিয়াটা একটু বুঝে আসি । চিত্র অনুসারে সাপ্পলাইয়ার চিপস তৈরির সব উপাদান ফ্যাক্টরিতে দিয়ে গেলো। চিপস তৈরি হওয়ার পর তা চলে গেলো DC মানে হচ্ছে Distribution Center.অর্থাৎ যেখান থেকে সব জায়গায় বিতরন করা হবে। তারপর চলে গেলো RDC মানে হচ্ছে Regional Distribution Center,অর্থাৎ চিপস ধরুন তৈরি হল গাজীপুর তারপর চলে গেলো ঢাকায় তারপর জেলা ভিত্তিক সেন্টার এ পাঠিয়ে দেয়া হল যেমন কুমিল্লা,সিলেট ইত্যাদি। আর সেখান থেকে পৌঁছে গেলো দোকানে দোকানে। তারপর ক্রেতার কাছে। ক্রেতার কাছে পৌঁছানোর পর তার সন্তুষ্টি হচ্ছে সাপ্পালাই চেইন এর মূল উদ্দেশ্য। তাহলে এক কথায় সাপ্লাই চেইন হলও কোনও পণ্য তৈরি এবং তা সঠিক সময়ে,সঠিক পরিমানে, সঠিক জায়গায়, সঠিক ভাবে ,সঠিক দামে পৌঁছে দেয়া । -Gazi Sanaul Hasan 
Important Features of a supply chain  Supply chain management organizes and manages products that are coming together in many different parts or from different organizations. Supply chain activities cover everything from product development, sourcing, production, and logistics and travel, as well as the information systems and programming needed to organize these processes.  One of the main purposes for this kind of management is to control both inventory and cost – this kind of streamlined process is meant to carefully keep track of all products entering and exiting any product line or warehouse, as well as very carefully manage logistics costs. As companies grow, good supply chain management keeps product and company integrity. Other important features of a supply chain are: Boosts customer service : Supply chain management increases the ability to deliver product to customers in a timely fashion, growing better customer relationships. Sustained economic growth : I