সাপ্পলাই চেইন কি?

আপনার বাসার সামনে দোকানে একটি চিপস। চিপসটি দোকানে কিভাবে আসলো আসার আগে সে কয়টা হাত বদল হয়ে এখানে এসেছে। আচ্ছা নিচের প্রক্রিয়াটা একটু বুঝে আসি ।



চিত্র অনুসারে সাপ্পলাইয়ার চিপস তৈরির সব উপাদান ফ্যাক্টরিতে দিয়ে গেলো। চিপস তৈরি হওয়ার পর তা চলে গেলো DC মানে হচ্ছে Distribution Center.অর্থাৎ যেখান থেকে সব জায়গায় বিতরন করা হবে। তারপর চলে গেলো RDC মানে হচ্ছে Regional Distribution Center,অর্থাৎ চিপস ধরুন তৈরি হল গাজীপুর তারপর চলে গেলো ঢাকায় তারপর জেলা ভিত্তিক সেন্টার এ পাঠিয়ে দেয়া হল যেমন কুমিল্লা,সিলেট ইত্যাদি। আর সেখান থেকে পৌঁছে গেলো দোকানে দোকানে। তারপর ক্রেতার কাছে।

ক্রেতার কাছে পৌঁছানোর পর তার সন্তুষ্টি হচ্ছে সাপ্পালাই চেইন এর মূল উদ্দেশ্য।

তাহলে এক কথায় সাপ্লাই চেইন হলও কোনও পণ্য তৈরি এবং তা সঠিক সময়ে,সঠিক পরিমানে, সঠিক জায়গায়, সঠিক ভাবে ,সঠিক দামে পৌঁছে দেয়া ।

-Gazi Sanaul Hasan 

Comments