আজকে আমাদের আলোচনার বিষয় "Terms of shipment"
 
আমরা আজকে Shipment এর কিছু প্রচলিত রীতি নিয়ে কথা বলবো।

Free on Board (FOB)

 এই রীতিতে যে পণ্য বিক্রি করবে অর্থাৎ Exporter  সে পণ্য পাঠানোর সকল খরচ যেমন পণ্য পরিবহন, পণ্য নিরাপত্তা পণ্য পণ্য জেনো ঠিক সময়ে সঠিক ভাবে পৌছায় সব কিছুর খরচ বহন করেন Exporter.
তবে এই রীতিতে শুধু মাত্র Freight forwarding এবং Outbound traffic  এর খরচ যে পণ্য ক্রয় করছে Importer সে দিবে।
 
Carriage and freight 

এর নাম এখন আমেরিকা তে হচ্ছে Cost and freight (C & F). এই রীতিতে ইন্সুরান্স এর খরচ দেয় ক্রেতা আর বাকি সব খরচ বহন করে বিক্রেতা।
  এই রীতিতে অনেক বড় বড় কোম্পানি চলে যেমন DHL,FedEx,UPS.একে বলা হয় "GSR".অর্থাৎ Guaranteed Service Refunds.
পণ্য যদি সঠিক সময়ে সঠিক ভাবে না পৌছায় টাকা ফেরত।

Carriage, Insurance  and freight   

এই রীতিতে সব খরচ বিক্রেতার। Exporter will bear the cost of insurance and freight. 


সবশেষে সবচেয়ে ভালো রীতি হচ্ছে বিক্রেতারা একজন Shipper পছন্দ  করে সবচেয়ে কম দামে সঠিক ভাবে মালামাল পৌঁছে দেবার জন্য। যা নির্ধারণ করা হয় নিলামের মাধ্যমে ।



Comments