আমরা সবাই "AMAZON.COM" থেকে পণ্য কিনি অনেক নাম শুনি কিন্তু জানিনা কেন এটা বিখ্যাত। Amazon.com পৃথিবীতে সেরা তাদের Best Supply Chain Management এর কারনে। তাদের কাছে সবার আগে ক্রেতার সন্তুষ্টি। 

Amazon.com এর কিছু রহস্য:
 
১.Amazon warehouse এর পরিমাপ হলো one million square feet অর্থাৎ ২৩ একর. এটা অবস্থিত Baltimore,Maryland,USA.এখানে কাজ করছে ৪০,০০০ শ্রমিক। সবচেয়ে মজার কথা হলো তারা  হাট তে অনেক বেশি পছন্দ  করে তাই তারা মেশিন নির্ভর কম.

২যখন একটা পণ্য Amazon এর Warehouse এ আসে তা ১২ ঘন্টার মধ্যে স্ক্যান এবং নির্ধারিত স্থানে রাখা হয়.

৩.তাদের Warehouse এ পণ্যগুলো অনেকটা ক্রম অনুসারে সাজানো থাকে। যে পণ্যের চাহিদা বেশি তা কাছাকাছি রাখা হয়. পণ্য। তাদের পণ্য রাখার জন্য ৫০ টি নির্ধারিত স্থান রয়েছে।

৪.তাদের সবকিছু  শুধু মাত্র কম্পিউটার এর সিস্টেম এর  উপর নির্ভরশীল নয়। তারা বেশি নির্ভর হচ্ছে 
Hybrid data gathering methodology that utilizes humans armed with bar-code data collection software.

৫. তারা একটা এলগরিদম এর মাধ্যমে ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা বের করে.

৬.প্রতি ১০৫ সেকেন্ডে একটি ট্রাক পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে বের হয় Warehouse থেকে .


 

Comments

Post a Comment