সাপ্লাই চেইন কি?

সহজ ভাষায় একটি পণ্য তৈরি থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত প্রক্রিয়া হল সাপ্লাই চেইন।
সাপ্লাই চেইন এর গুরুত্ব পূর্ণ কেন এটার উত্তর আপনার কাছে আপনি যদি দোকানে যেয়ে কিছু না পেয়ে ফিরে আসেন আর দোকানদার বলে সাপ্লাই নাই।

উত্তর এখানেই কোনও একটা পণ্য
-সঠিক সময়ে
-সঠিক পরিমানে
-সবচেয়ে কম খরচে
-সুন্দর পরিবেশনে আপনার কাছে তুলে দেয়াই সাপ্লাই চেইন।

অদূর ভবিষ্যতে ক্রেতারা একটাই জিনিষ আশা করবে তা হচ্ছে কমদামে সঠিক পণ্য সঠিক সময়ে পাওয়া।


Comments